Women’s Day, Jalpaiguri, Police, আন্তর্জাতিক নারী দিবসে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জানানো হলো নারীদের সম্মান

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ মার্চ: আন্তজার্তিক নারী দিবসকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে নারীদের সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হল। শুক্রবার পুলিশ লাইনে অনুষ্ঠানটি হয়। গত এক বছর থেকে যে সকল নারীরা ভালো কাজ করেছেন তাঁদের উৎসাহ বাড়াতে সম্বর্ধনা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা, শিক্ষিকা, মহিলা সাংবাদিক, এছাড়া মহিলা পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সম্বর্ধনা দেওয়া হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে সহ অনেকে। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে বলেন, “আজ নারী দিবসকে কেন্দ্র করে গত এক বছর ধরে যে সকল নারী ভালো কাজ করেছেন তাঁদের সম্মান জানানো হয়। আমরা প্রতিদিনই নারীদের সম্মান জানাই। জেলার মহিলা থানা রয়েছে, সেই মহিলা থানায় মহিলাদের যেসব অভিযোগ আসছে সব অভিযোগ জমা নিয়ে তদন্ত করা হচ্ছে।পাশাপাশি স্কুল ও কলেজ ছাত্রীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হচ্ছে।”

এদিকে জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন বলেন, “জেলা পুলিশের পক্ষ থেকে নারী দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠান হলো। কেউ এখন পিছিয়ে নেই, সবাই সমান। একদিকে নারী দিবসশ অন্যদিকে শিবরাত্রি হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *