আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বাড়িতে ঢুকে গেল একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ঘর ভেঙ্গে চাপা পড়ে মারা গেলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের বাজকুল-এগরা রাজ্য সড়কে।
পটাশপুর থানার নেতাজী বাজারের কাছে এইদিন সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ঝুপড়ি বাড়ির ভেতরে ঢুকে যায়। এই দুর্ঘটনায় এক ৫৮ বছরের বৃদ্ধা জ্যোতি মালিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এগরা সুপার স্পেসিলিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।