আমাদের ভারত, হাওড়া, ২৩ নভেম্বর:
সপরিবারে পুরী বেড়িয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম চয়নিকা গাঙ্গুলী (৫৯) বাড়ি কলকাতার বেহালায়। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বীরশিবপুরে।
জানা গেছে, গত বুধবার গাঙ্গুলী পরিবারের সদস্যরা নিজেদের গাড়ি নিয়ে পুরী বেড়াতে গিয়েছিল। তিনদিন পুরীতে কাটিয়ে শনিবার সকালে বাড়ির পথে রওনা হয়েছিল। বৃদ্ধার ছেলে দেবকুমার গাড়ি চালাচ্ছিলেন, পাশের সিটে তাঁর স্ত্রী বসেছিলেন এবং পিছনের সিটে চয়নিকা গাঙ্গুলী তার স্বামী ও ৩ বছরের নাতি বসেছিল। কোলাঘাটে গাড়ি থামিয়ে সকলে খাওয়া দাওয়া করে। পরে গাড়ি নিয়ে রওনা দেওয়ার পর গাড়িটি বীরশিবপুরের কাছে পৌঁছালে দেবকুমারবাবুর ঝিমুনি আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার জেরে চয়নিকা গাঙ্গুলী ছিটকে রাস্তায় পড়লে তার মাথায় চোট লাগে বাকিরা গাড়ির মধ্যে আটকে পড়ে।
পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া ই এস আই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চয়নিকা গাঙ্গুলীকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।