আমাদের ভারত, হাওড়া, ১৬ মার্চ: কোনা হাইরোডের উপরে চৌরাস্তার মোড়ে ঘটে চলেছে একের পর এক পথ দুর্ঘটনা। আজ সকালে ওই একই জায়গায় ঘটলো পথ দুর্ঘটনা। লাফার্জ কোম্পানির কংক্রিট সিমেন্ট বহনকারী একটি গাড়ি ধাক্কা মারে এক বৃদ্ধাকে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
এলাকাবাসী সূত্রের খবর, ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। লরিটি প্রথমে তাঁকে ধাক্কা মারে তিনি পড়ে গাড়ির সামনের চাকায় পিষ্ট হন। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী তারা গাড়ির চালকে চিৎকার করে সতর্ক করলেও তিনি শুনতে পাননি। প্রথমে গাড়িতে ধাক্কা খেয়ে ওই মহিলা পড়ে যান ও গাড়ির প্রথম চাকায় পিষ্ট হন। এরপরে গাড়িটি আবার পেছনে গেলে ওই চাকাতেই তাঁর দেহ পিষ্ট হয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।
এভাবে পথ দুর্ঘটনা হওয়ায় বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। সিমেন্ট কোম্পানির ওই লরিটিকে আটক করেছে লিলুয়া থানার পুলিশ। লরির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। প্রসঙ্গত এই জায়গাতেই কয়েকদিন আগে একজন পুলিশকর্মীও পথ দুর্ঘটনায় আহত হন। কিন্তু প্রশাসনিক স্তরে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।