আমাদের ভারত, হাওড়া, ১৪ মার্চ: গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল বেলুড়ের খামারপাড়া অঞ্চলের বঙ্কুবিহারী ঘোষ লেনে। তাতেই ঝলসে যায় এক দম্পতি। তারা হলেন,কাশীনাথ ঘোষ (৬৮), প্রতিমা ঘোষ (৬৫)। আজ বিকেলে এই ঘটনা ঘটে। চা করতে যাবার সময় গ্যাস জ্বালানোর সময় ঘটে এই দুর্ঘটনা। প্রচণ্ড শব্দে জ্বলে ওঠে ঘর এবং তাতেই ঝলসে যায় পঞ্চাশোর্ধ এই দম্পতি। তাদের স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় হাওড়া সদর হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়।