জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির মেদিনীপুর শাখার কার্যালয় প্রাঙ্গণের সৌন্দর্যায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, রেডক্রসের সম্পাদক ডাঃ গোলক মাঝি, রেডক্রসের কোষাধ্যক্ষ দেবাশিষ দাস সহ অন্যান্যরা।