জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ ফেব্রুয়ারি:
বৃহস্পতিবার ঝাড়গ্ৰামের রঘুনাথপুরে সৌমেন রায়ের বাড়িতে জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের অফিসের উদ্বোধন করা হয়েছে। জঙ্গলমহল এলাকার
মৎস্যজীবীদের পাশাপাশি সেখানকার অধিবাসী লোধা শবরদেরও অভাব অভিযোগ জানানোর এবং বসার ব্যবস্থা থাকছে। প্রতি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার মৎস্যজীবীদের সাথে ফোরামের ঝাড়গ্রাম জেলার কার্যকর্তা যতীন মাহাতো ও চৈতন্য সরেন অফিসে বসবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার জঙ্গলের অধিকার আইন নিয়ে আলোচনা হবে। বুধবার লোধা শবরদের জন্য আলোচনার দিন নির্ধারিত হয়েছে।

