গেরুয়া হলো রাজপথ! পুরুলিয়ায় সাধু নিগ্রহ কান্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল বিশ্ব হিন্দু পরিষদের

আমাদের ভারত,১৬ জানুয়ারি: আজ প্রতিবাদের শহর কলকাতার রাজপথ হলো গেরুয়া। পুরুলিয়ার কাশীপুরে গঙ্গাসাগরমুখী তিন সাধু নিগ্রহের শিকার হয়েছিলেন। সেই ঘটনার প্রতিবাদে আজ কলকাতার রাস্তায় বিরাট মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করেছে এদিন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সমর্থক ও সাধুরাও। অরাজনৈতিক এই মিছিল থেকে সাধু নিগ্রহের জন্য রাজ্য সরকারকে দায়ী করা হয়েছে‌।

পুরুলিয়ায় সাধু নিগ্রহের প্রতিবাদে আগেই কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের দক্ষিণবঙ্গের মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, সাধু সন্তদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও পুরুলিয়ার ঘটনার প্রতিবাদ করতে মিছিলের ডাক দিয়েছেন তারা। সেই মতো মঙ্গলবার রাস্তায় নামেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য ও সমর্থকরা।

আজকের মিছিলে অংশগ্রহণ করেছিলেন গেরুয়াধারী সাধুসন্তরাও। তাদের হাতে ছিল গেরুয়া পতাকা, পোস্টার ও শঙ্খ। মিছিল থেকে রাজ্য সরকারকে হিন্দু বিরোধী বলেই স্লোগান দিয়েছেন প্রতিবাদীরা। পুরুলিয়ায় সাধুদের আক্রান্ত হওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন তারা। মিছিল করে ধর্মতলা পর্যন্ত পৌঁছে বিক্ষোভ দেখান আন্দোলনকারী ও সাধুরা। এরপর একটি প্রতিনিধি দল গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেন।

এই মিছিল নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় জানান, দেশে যে কোনো জায়গায় সাধু সন্তদের ওপর কোনো আক্রমণ হলে
বিশ্ব হিন্দু পরিষদ তার প্রতিবাদ করবে। সনাতন ধর্ম অহিংসায় বিশ্বাস করে, কিন্তু প্রতিবাদ করার অধিকার সবাই রয়েছে। আশা করবো পুলিশ প্রকৃত দোষীদের গ্রেপ্তার করবে।

বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিল করার পদক্ষেপের প্রক্ষিতে তৃণমূলের তরফে কুনাল ঘোষ বলেছেন, পুরুলিয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। লক্ষ লক্ষ সাধু পশ্চিমবঙ্গের উপর দিয়ে গঙ্গাসাগরে গিয়েছেন, কোন সমস্যা হয়নি। পুরুলিয়ার ঘটনাটিতে পুলিশ তদন্ত করে জানিয়েছে যে ভাষাগত ভুল বোঝাবুঝি থেকে হামলা হয়েছে। আক্রান্ত সাধুদের পাশে দাঁড়িয়েছিল পুলিশ প্রশাসন। অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হয়েছে, তার পরেও মিছিল করে বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

1 thoughts on “গেরুয়া হলো রাজপথ! পুরুলিয়ায় সাধু নিগ্রহ কান্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল বিশ্ব হিন্দু পরিষদের

  1. Chiranjib Mondal says:

    উপযুক্ত শাস্তি চাই, ও ভবিষ্যতে এমন কাজ করতে সাহস পাবে না কেউ।

Leave a Reply to Chiranjib Mondal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *