বিজেপির দেওয়াল লিখনে বাধা, উত্তেজনা রায়গঞ্জের দেবীনগরে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ জানুয়ারি: বিজেপির দেওয়াল লিখনে তৃণমূল কংগ্রেসের বাধায় উত্তেজনা। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের দেবীনগরের ঘটনা।

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ, প্রার্থী তালিকা ঘোষণা না হলেও বসে নেই কোনও রাজনৈতিক দল। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে প্রার্থীর নাম না লিখে শুধুমাত্র পদ্মফুল দিয়ে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলাতে দেওয়াল লিখন চলছে। বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখনের জন্য বিধু বিনাস নামে একটি সংস্থাকে বরাত দেওয়া হয়। গতকাল রায়গঞ্জ পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে দেবীনগরের কাউন্সিলর অভিজিৎ সাহার দেওয়ালে সাদা করে ছেড়ে দেন। দেওয়ালে সাইট ফর বিজেপি না লিখেই তিনি চলে যান। বিকাল নাগাদ সেই দেওয়ালে সাইট ফর তৃণমূল কংগ্রেস লিখে দেওয়া হয় বলে অভিযোগ। আজ সেই দেওয়ালে বিজেপি নিযুক্ত লেখক দেওয়াল লিখন করতে গেলে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিজিৎ সাহা বাধা দেন। বিজেপি নেতা কর্মী সেখানে পৌছালে দুই দলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহার দাবি, তার দেওয়াল অনুমতি ছাড়াই কেউ বা কারা সাদা রঙ করে গেছেন। তার দেওয়ালে বিভিন্ন কোম্পানীর প্রচার করা হয়। তারা ভেবেছিলেন বিজ্ঞাপন কোম্পানী তার দেওয়ালে সাদা রঙ করে গেছেন। সেই কারণেই তারা সাইট ফর তৃণমূল কংগ্রেস লিখে দিয়েছেন। আজ দেখেন সেই দেওয়ালে বিজেপির হয়ে প্রচার করা হচ্ছে। তখন সেই লেখককে দেওয়াল লিখনে আপত্তি জানানো হয়েছে। লেখকের ভুলের কারণে দুই দলের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

বিজেপি নেতা অসিত ঘোষের অভিযোগ, দাওয়ালে সাদা রঙ করে দেবার পর সাইট ফর বিজেপি না লেখায় তৃণমূল কংগ্রেস সেখানে সাইট ফর টিএমসি লিখে দেয়। আজ দেওয়াল লিখন করতে গেলে তৃণমূল আমাদের প্রিন্টারকে বাধা দেয়। পুলিশি হস্তক্ষেপে বিবাদ বেশি দূর গড়ায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *