স্বরুপ দত্ত, উত্তর দিনাজপুর, ২০ ডিসেম্বর: ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুভেন্দু অধিকারীর জন্য প্রার্থনা জানালেন রায়গঞ্জের মহিলা এবং বৃদ্ধারা। শ্রীকৃষ্ণের চরণে তাদের প্রার্থনা, অর্জুনরূপী শুভেন্দুর রথের সারথী হয়ে ওকে বিজয়ী করো হে ঈশ্বর।” কৃষ্ণভক্ত শুভেন্দুর মঙ্গলের জন্য তাঁরা নাম সংকীর্তনও করলেন।
পোস্টার বুকে নিয়ে শুভেন্দু অধিকারীর আগামী রাজনৈতিক জীবন আরও উজ্জ্বল হয়ে উঠুক এমনই প্রার্থনা জানালেন রায়গঞ্জ পুরসভার বাসিন্দারা। দেবপুরী মন্দিরে এই পুজো প্রার্থনার আয়োজন করেছিলেন এলাকার মহিলারা। রাজনৈতিক মহলের বক্তব্য, এর পিছনে রয়েছে, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারী। যদিও তিনি তা স্বীকার করেননি। শুভেন্দু অধিকারী শনিবার বিকেলে মেদিনীপুরে বিজেপির জনসভায় অমিত শাহর উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নেওয়ার পরই সন্ধ্যায় রায়গঞ্জ শহরের দেবীনগরের দেবপুরী মন্দিরে শুভেন্দুর শুভ কামনা করলেন মহিলারা। হাতের পোস্টারে লেখা ছিল:
“বাংলার মায়েদের মুকুন্দমুরারী ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুভেন্দু অধিকারীর জন্য একান্ত আকুতি প্রার্থনা। গ্রাম বাংলার ছেলে শুভেন্দু আজ যে লড়াইয়ে নেমেছে, অর্জুনরূপী শুভেন্দুর রথের সারথী হয়ে ওকে বিজয়ী করো হে ঈশ্বর।”
এই পুজো প্রার্থনা রাজনৈতিক মহলে জোর চর্চা তুলে দিয়েছে। যদিও উদ্যোক্তাদের পক্ষ থেকে এটাই বলা হয়েছে “শুভেন্দু বাংলার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন আগামী দিনেও থাকবেন কোন দলে গেলেন সেটা তাদের কাছে ব্যাপার নয়।”
তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক ছিলেন বিদায়ী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। রায়গঞ্জ শহরেও তাঁর প্রভাব রয়েছে যথেষ্ট। দাদার অনুগামীর সংখ্যা যে উত্তর দিনাজপুর জেলাতেও কম নেই তার প্রমাণ মিলেছিল, আমরা দাদার অনুগামী পোস্টারে। শুভেন্দু যাতে তৃণমূল কংগ্রেস না ছাড়ে সেজন্য রায়গঞ্জ শহরের দেবীনগরের এই দেবপুরী মন্দিরেই পুজোপাঠ যজ্ঞ করেছিলেন তাঁর অনুগামী তথা রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদো ও তাঁর দলবল। শেষরক্ষা না হয়নি। এখন শুভেন্দু বিজেপিতে যোগদান করায় আগামীতে তাঁর সাফল্য কামনা করে শনিবার সন্ধ্যায় দেবীনগরের দেবপুরীর রাধাগোবিন্দ মন্দিরে পুজো প্রার্থনা করলেন ওয়ার্ডের বাসিন্দারা। শুভেন্দুর ছবি দিয়ে নাম সংকীর্তন করলেন এলাকার বয়স্কা মহিলারা। তাঁদের বক্তব্য, শুভেন্দু অধিকারী একজন কৃষ্ণ ভক্ত। তিনি বাংলার জন্য সেবা করে এসেছেন। এখন যে দলেই যাক না কেন তিনি বাংলার মানুষদের জন্য সেবা করবেন। তাই তাঁর আগামী রাজনৈতিক জীবনের তার সাফল্য কামনা করে এই পুজো প্রার্থনার আয়োজন।
যদিও এই পুজো প্রার্থনায় দেখা মেলেনি রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারীর। তবে একথা বলাইবাহুল্য যে তৃণমূল নেতা অসীম অধিকারী বা নদোর স্বপ্নের দেবপুরীতেই কিন্তু আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাফল্য কামনা করেই পুজো হল।