অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ ডিসেম্বর: রক্তের সংকটে ভোগা ৩ বছরের শিশুকে রক্ত দান করল পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলিয়াবেড়া গ্রামের বাসিন্দা ভানু করনের ৩ বছরের ছেলে প্রেমানন্দ করন থ্যালাসেমিয়া আক্রান্ত, বিভিন্ন সময় তাকে রক্ত দিতে হয়। তবে এবার রক্ত না পাওয়ায় বিপদে পড়ে পরিবারটি। সেই কথা জানতে পারেন বেলিয়াবেড়া থানার পুলিশ কর্মী পিন্টু সিংহ। তিনি নিজে রক্তদান করতে এগিয়ে আসেন। আজ তিনি গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালে গিয়ে রক্তদান করলেন।
এবিষয়ে বেলিয়াবেড়া থানার পুলিশকর্মী পিন্টু সিংহ বলেন, ‘আমি হঠাৎ করেই জানতে পারি যে ওই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর বি পজিটিভ রক্তের প্রয়োজন। আমার রক্ত বি পজেটিভ তাই কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে গিয়ে রক্তদান করি।’ এবিষয়ে ওই তিন বছরের শিশুর বাবা ভানু করণ বলেন, ‘দু-তিন ধরে আমার বাচ্চার রক্তের প্রয়োজন হচ্ছিল। ঘুমোতে পারছিল না রাতে। রক্তের খোঁজ করছিলাম। ঝাড়গ্রাম জেলার তিনটি সুপার স্পেশালিটি হাসপাতালে বি পজিটিভ রক্তের সংকট তাই রক্ত খুঁজেছিলাম আমরা। আজকে বেলিয়াবেড়া বাজারে আমি এই কথাটাই বলছিলাম একটি দোকানে সেই কথা। পিন্টুবাবু সঙ্গে সঙ্গে এসে আমাকে বলেন আমি রক্ত দেবো। তার পরেই তিনি তার মোটর বাইক চালিয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে রক্তদান করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই পিন্টু সিংহকে।
পুলিশকর্মীর এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।