আর লুকিয়ে-চুরিয়ে নয়, রায়গঞ্জে নিজের নামেই শুভেন্দুর ফ্লেক্স লাগালেন এক অনুগামী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ ডিসেম্বর: দাদার অনুগামী বলে শুভেন্দু অধিকারির প্রচার আর লুকিয়ে চুরিয়ে নয়। এবারে কলকাতার বাসিন্দা গার্গী মুখার্জির নামে শুভেন্দু অধিকারির ফ্লেক্স লাগানো হল রায়গঞ্জ শহর জুড়ে।
এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধু নেতা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর রায়গঞ্জ পৌরসভার দেবীনগর এলাকার দাদার অনুগামীদের নামে পোষ্টার, ফ্লেক্স লাগানো হয়। তবে গতকাল রাতে রায়গঞ্জ শহরে বিভিন্ন এলাকায় কলকাতার এক বাসিন্দা গার্গী মুখার্জির নামে শুভেন্দুবাবুর সমর্থনে ফ্লেক্স লাগানো হয়। পোষ্টারে লেখা হয়েছে, জনসেবার পুজারী, জননেতা শুভেন্দু অধিকারী, নতুন আলো ভোরের আশায় বাংলা প্রহর গুনছে, জননেতার জয়ধ্বনি সাগর পাহাড় শুনছে, বাংলার ভবিষ্যৎ —শুভেন্দু, জনতার বর্নিত জনতার ঘোষিত, জনতার নির্মিত জনতার নেতা—শুভেন্দু, পূর্ব ভারতে শ্রেষ্ঠ সাংগঠনিক সম্রাট–শুভেন্দু। এইধরনের কিছু শ্লোগান লিখে শহর জুড়ে পোষ্টার লাগানোয় রায়গঞ্জে রাজনৈতিক মহলের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এপ্রসঙ্গে বলেন, বিজেপি ব্যক্তি পূজারী নয়। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের অনেক বড় বড় নেতা শুভেন্দুর পথে আছে। শুভেন্দু দল ছাড়লেই তাঁরাও দল ছাড়ার জন্য তৈরী আছেন। অনুমান করা হচ্ছে তারাই হয়ত এই পোষ্টার লাগিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আদর্শে বিশ্বাসী, কোনও ব্যক্তির পূজারী নয়।গার্গি মুখার্জির কাছে শুভেন্দু অধিকারি বাংলার শ্রেষ্ঠ মহাপুরুষ হতে পারে, কিন্তু বিজেপির কাছে নয়।

শুভেন্দু অধিকারীর নামে পোষ্টার লাগানোতে আশ্চর্যের কিছু দেখছেন না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানান, গণতান্ত্রিক দেশে যে কেউ পোষ্টার লাগাতেই পারেন। কিছু মানুষকে টাকা দিয়ে এধরনের পোষ্টার লাগানোই যায়। তৃণমূল কংগ্রেস মানুষের খেয়ালে থাকবে আর অন্য দলগুলো থাকবে দেওয়ালে। গার্গি মুখার্জী প্রসঙ্গে সন্দীপবাবু জানান, রায়গঞ্জের মানুষ না হয়েও রায়গঞ্জের পোষ্টার লাগানো নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থেকে উন্নয়নের স্বার্থে কাজ করে। বিচারের ভার মানুষের উপর ছেড়ে দিয়েছেন সন্দীপবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *