আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: বাংলাদেশের পটভূমিতে দুর্গা মূর্তি ভেঙ্গে ফেলার ঘটনা আর নতুন কিছু নয়। সমাজমাধ্যমের দৌলতে প্রায়শই সেই ছবি আমরা দেখতে পাই। কিন্তু পশ্চিমবঙ্গের বুকেও এবার এই ঘটনা ঘটে গেল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেল দুর্গা প্রতিমা ভাঙ্গচুরের ছবি পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন।
শুভেন্দু অধিকারী লিখেছেন, মনে হচ্ছে দেবীর দুর্গামূর্তি ভাঙ্গচুরে বাংলাদেশি সংস্কৃতি প্রতিবেশী পশ্চিমবঙ্গে সংক্রামক আকারে প্রবেশ করেছে। গতকাল দক্ষিণ ২৪ পরগনায় ন্যাজাট থানার অন্তর্গত মাঝের সরবেড়িয়ার নতুন মিলন সংঘ ক্লাবের সদস্যরা জানতে পারেন যে, দুর্গা প্রতিমা ভাঙ্গচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গ্রামের মন্দিরের পাশেই। পুলিশে অভিযোগ দাখিল করা হয়েছে। তবে সম্ভবত এটি একটি লোক দেখানো অভিযোগ দায়ের, কারণ স্থানীয় পুলিশ সম্ভবত সন্দেহভাজনদের গ্রেপ্তার করবে না। কারণ তারা টিএমসি ভোট ব্যাঙ্ক গঠন করে এবং সরাসরি শাসক দলের দ্বারা আশ্রয়প্রাপ্ত।
তিনি আরো লিখেছেন, কয়জন গ্রামবাসী বলেছেন, এর আগে মনছুর মোল্লা ও ফজির আলি মোল্লা (যাদের শুভেন্দু অধিকারী অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলেও দাবি করেছেন) গ্রামের মন্দির ভাঙ্গচুরের হুমকি দিয়েছিলেন। তারা টিএমসি উপ-প্রধান যাদব মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী।
পোস্টের শেষের দিকে শুভেন্দু অধিকারী লিখেছেন, আমি বিজেপিকে অনুরোধ করব, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, কারণ ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের।