সাড়ে ৪ বছরের মন্ত্রিত্বে একটিও ফাইল আসেনি:‌ দায়িত্ব ছাড়ার পরেই বিস্ফোরক লক্ষ্মীরতন

রাজেন রায়, কলকাতা, ৫ জানুয়ারি: খেলায় অতিরিক্ত মন দেওয়ার জন্য রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার বিকেলে নবান্নে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সন্ধ্যে কাটিয়ে রাত গড়াতেই সামনে এল বিস্ফোরক খবর। সূত্রের খবর, এদিন লক্ষ্মী অভিযোগ করে জানিয়েছেন, সাড়ে ৪ বছরের মন্ত্রিত্বে একটিও ফাইল আসেনি তাঁর কাছে। মন্ত্রী হওয়া সত্ত্বেও দেওয়া হয়নি কোনও প্রশাসনিক ক্ষমতা। কোনও কাজ করতে গেলেও তাতে দেওয়া হয়েছে বাধা। তাকে দায়িত্ব দিলেও বিশ্বাস করতে পারেনি রাজ্য প্রশাসন।

লক্ষ্মীরতনের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি এদিন ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেছেন, সাড়ে ৪ বছর তিনি রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। তা সত্ত্বেও তাঁকে কোনও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি। এতটা সময় তাঁর কাছে কোনও ফাইলও আসেনি। অথচ চাইলেই তাকে অনেক কাজ দেওয়া যেত। সাধারণ মানুষের কাজ করার জন্য তিনি মুখিয়ে ছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সুযোগটাই জোটেনি।

প্রায় ৬ মাস আগে লক্ষ্মীরতনকে হাওড়া শহর তৃণমূলের সভাপতি করা হয়। কিন্তু তাঁর দাবি, জেলা সভাপতি পরিবর্তন করা হলে জেলার দলীয় সংগঠনে পরিবর্তন করা হয়। সেই কথা মাথায় রেখে তিনি দায়িত্ব নেওয়ার চারদিনের মধ্যে মন্ত্রী অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নতুন তালিকা তৈরি করে সেটা দলের নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন।

তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত একটা ব্লকের সভাপতি পর্যন্ত বদল করা হয়নি। এবং জেলা স্তরে নতুন করে কোনও কমিটিও তৈরি করা হয়নি। এসব নিয়ে দলীয় স্তরে একাধিকবার আপত্তি জানিয়েও কোনও লাভ হয়নি। তাই সত্যিই খেলার জন্য অব্যাহতি চেয়েছেন লক্ষ্মীরতন নাকি তার পেছনে রয়েছে অন্য রাজনৈতিক সমীকরণ, তার জন্য অপেক্ষা আরও বেশ কিছুটা সময়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *