পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম: ২৯ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শুরু হলো মনোনয়ন। ঝাড়গ্রামে নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ঝাড়গ্রামের জেলাশাসক।
সোমবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ঝাড়গ্রামের জেলাশাসক মৌমিতা গোদারা বসু। জেলাশাসক জানান, ২৯ এপ্রিল থেকে মনোনয়ন শুরু হলো। চলবে ৬ মে পর্যন্ত। মনোনয়ন স্কুটনি হবে ৭ মে। মনোনয়ন প্রত্যাহারের দিন ৯ মে। ঝাড়গ্রাম লোকসভায় ভোট গ্রহণ ২৫ মে।