Abhishek, TMC, নোবেলজয়ী অমর্ত্য সেনকে এসআইআর- এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে, বিস্ফোরক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আশিস মণ্ডল, রামপুরহাট, ৬ জানুয়ারি: নোবেলজয়ী অমর্ত্য সেনকে এসআইআর- এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে, এমনই বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেন যে, ভারতের নির্বাচন কমিশন বিশ্বকাপ ক্রিকেটার মহম্মদ শামীকেও নোটিশ পাঠিয়েছে। বীরভূমের রামপুরহাটের একটি জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “আহা, কী দুর্ভাগ্য।”

সমাবেশে ভাষণ দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আগেও বলেছি—ওরা যতই এসআইআর করুক, আর যত ষড়যন্ত্রই করুক, আমরা গতবারের চেয়ে বেশি আসন জিতব।” তিনি বলেন, “সোমবার তারাপীঠে অনুব্রত মণ্ডল বলেছেন, ২৩০ আসন আমরা পাব। আমি আরো ২০ আসন বাড়িয়ে দিলাম। ২৫০ আসন নিয়ে আমরা ফের ক্ষমতায় আসব।”

তিনি আরও বলেন, “বীরভূমে আসার পথে শুনলাম, এসআইআর-এর অধীনে নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। যিনি দেশকে গৌরব এনে দিয়েছেন, নোবেল পুরস্কার জিতে বিশ্বজুড়ে স্বীকৃতি অর্জন করেছেন, তাকে এসআইআর- এর নোটিশ পাঠানো হয়েছে। মহম্মদ শামী, যিনি বিশ্ব ক্রিকেটে অবদান রেখেছেন, বিশ্বকাপে খেলেছেন এবং দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, তাকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তাকেও এসআইআর- এর নোটিশ পাঠানো হয়েছে। আহা, কী দুর্ভাগ্য—ভাবতে পারেন?” নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন ভারতরত্ন পুরস্কারে ভূষিত। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন। তা সত্ত্বেও ভারতের নির্বাচন কমিশন তাঁকে এসআইআর- এর শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে।

যদিও অমর্ত্য সেন এসআইআর- এর কোনো নোটিস পাননি, এমনটাই জানালেন তাঁর বাড়ি প্রতিচীর দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার। তিনি বলেন, “অমর্ত্য সেনের চিঠি এলে আমাকে স্বাক্ষর করে নিতে হবে। কিন্তু এখনও এমন কোনো নোটিসে আমি স্বাক্ষর করিনি। বিষয়টি জানার পর বিএলও-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু বিএলও মোবাইল বন্ধ রাখায় কথা বলা সম্ভব হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *