করোনার কারণে বাতিল হল সংসদের শীতকালীন অধিবেশন, বিবৃতি জারি করে জানালেন অধ্যক্ষ

আমাদের ভারত, ১৫ ডিসেম্বর:শীতে বাড়তে পারে করোনার সংক্রমণ। এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। দিল্লিতে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথাও অনেকেই বলেছেন। তাই এই পরিস্থিতিতে আর কোনো রকম ঝুঁকি নিতে চাইলো না সরকার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিবৃতি জারি করে জানিয়ে দিলেন করোনার কারণে এবার সংসদের শীতকালীন অধিবেশন বসবে না।

সংসদের বাজেট অধিবেশন চলাকালীন করোনার প্রকোপ দেখা যেতে শুরু করে ভারতে। মারণ ভাইরাসের চেইন ভাঙ্গতে দেশজুড়ে লকডাউন জারি করে কেন্দ্র সরকার। মাঝপথেই বাতিল হয় বাজেট অধিবেশন।

এরপর বাদল অধিবেশন নিয়েও যথেষ্ট টানাপোড়েন চলেছিল। তবে স্বাস্থ্যবিধি মেনে শেষ পর্যন্ত বাদল অধিবেশন খুব কম সময়ের জন্যই ডাকা হয়েছিল। কিন্তু তাতেও বিপদ এড়ানো সম্ভব হয়নি। বাদল অধিবেশনে করোনায় আক্রান্ত হয়েছিলেন কমপক্ষে ৪০জন সাংসদ। এমনকি মৃত্যু হয়েছিল ৩রাজ্যসভার সংসদের। ফলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল আদৌ শীতকালীন অধিবেশন হবে কিনা তা নিয়ে। শেষ পর্যন্তজানা গেল বাতিল হচ্ছে শীতকালীন অধিবেশন।

নিয়ম অনুযায়ী অধিবেশনের সপ্তাহ তিনেক আগে বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় কমিটির। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কবে থেকে শুরু হবে অধিবেশন চলবে কতদিন। এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব মেনে সংসদের অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। সংসদের অধিবেশন শুরুর দু’সপ্তাহ আগে সাংসদদের নোটিশ পাঠানো হয়। এই প্রক্রিয়া স্থগিত থাকায় অনুমান করা হচ্ছিল বাতিল হতে পারে শীতকালীন অধিবেশন। শেষ পর্যন্ত করোনার কারণেই শীতকালীন অধিবেশন বাতিল করলেন লোকসভার অধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *