আমাদের ভারত, ৫ জুন: করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের পথে হাঁটতে হয়েছে দেশকে। এর ফলে জোর ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতে। সামগ্রিকভাবে সংক্রমনে লাগাম না টানা গেলেও আর্থিক পরিস্থিতির চাপে পড়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। ইতিমধ্যেই শুরু হয়েছে লকডাউন থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ আনলক ওয়ান। এই পরিস্থিতিতে খরচের লাগাম টানতে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে সমস্ত রকম নতুন জনমুখী প্রকল্প। শুধুমাত্র করোনা সঙ্কটের বিষয় মনে রেখেই চালু থাকবে,প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারতের সঙ্গে যুক্ত প্রকল্প গুলি।
৪ জুন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী ২০২১ এর মার্চ মাস পর্যন্ত আর কোন নতুন প্রকল্প শুরু হবে না বলে জানানো হয়েছে। ২০২০-২১ সালের জন্য যে প্রকল্পগুলি অনুমোদিত বা অর্থ বরাদ্দ হয়েছিল সেগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। সব মন্ত্রকে নতুন কোন প্রকল্পের অনুরোধ পাঠাতে না করা হয়েছে অর্থ মন্ত্রকের তরফে। রাজস্ব আদায় অধিক হারে কমে গেছে আর সেই কারণেই নির্দেশিকা জারি করেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রকের এক্সপেন্ডিচার ডিপার্টমেন্ট।
করোনার কারণে যে আর্থিক সংকট তৈরি হয়েছে তা থেকে দেশবাসীকে বাঁচাতে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকার। আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় দেশের সমস্ত শ্রেণীর মানুষের কথা ভেবে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে রোজই হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতের করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষ ২৬ হাজার ৭৭০। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৪৮ জনের।