লকডাউনে হিন্দুদের রেশন দেওয়া হবে না , ঘোষণা পাকিস্তানের

আমাদের ভারত, ৩০ মার্চ:করোনার ভয়াবহতায় গোটা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে তীব্র সংকট। এই মহামারী তাড়াতাড়ি বিদায়নিক বিশ্ব থেকে এমনই প্রার্থনা মানবকুলের। কিন্তু বিশ্বজুড়ে চলা এই ভয়ানক সংকটের মধ্যেও পাকিস্তানের ধর্মীয় বিভেদের বর্বর চেহারা আবার প্রকাশ্যে চলে এল। করাচিতে লকডাউন চলাকালীন হিন্দুদের রেশন দেওয়া হবে না বলে জানিয়ে দিল প্রশাসন।

করোনা মোকাবিলায় বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন জারি করেছে। পাকিস্তানের করাচিতেও লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু এই লক ডাউনের মধ্যে করাচি প্রশাসন হিন্দুদের রেশনের পণ্য সামগ্রী দেবেন না বলে জানিয়ে দিয়েছে। করাচির রেহড়ি গোঠে কয়েক হাজার গরীব মানুষ খাদ্যদ্রব্য নেওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু মুসলিমরা সেখানে খাদ্যদ্রব্য পেলেও হিন্দুরা খালি হাতে ফেরত আসেন। সেখানে তাদের মুখের উপর স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই যে সব রেশন শুধুই মুসলিমদের জন্য।

জানা গেছে সিন্ধ প্রশাসন স্থানীয় গরিবদের জন্য রেশন বণ্টনের ব্যবস্থা করেছিল। কিন্তু করাচির হিন্দুদের বলে দেওয়া হয়েছে তাদের খাবার দেওয়া হবে না। কারণ বন্টনের জন্য আসা ওই রেশন শুধুই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য।

লকডাউনের সিদ্ধান্তে করাচির সংখ্যালঘু হিন্দুরা গভীর খাদ্য সংকটের সম্মুখীন। এই পরিস্থিতিতে অনেক পাক হিন্দুই মোদী সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন।

পাকিস্তানেও নিজের কড়াল থাবা বসিয়েছে মারন ভাইরাস করোনা। এখনো পর্যন্ত দেড় হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত। তারমধ্যে সম্প্রতি পাকিস্থানে আরও একটি চাঞ্চল্যকর খবর উঠে এসেছিল। শোনা গেছে পাকিস্থানে করোনায় আক্রান্তদের পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচিত করছে পাক প্রশাসন। এমন কি করোনা আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করছেনা পাকিস্তান বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *