লালকেল্লা কান্ডে তদন্ত কমিশনের প্রয়োজন নেই, সরকারের পদক্ষেপ যথেষ্ট : সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: প্রজাতন্ত্র দিবসের দিন
কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে হিংসা ছড়ানোর ঘটনায় আলাদা করে তদন্ত কমিশন গঠনের প্রয়োজন নেই বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস কে বোবদে বলেন, এই ক্ষেত্রে সরকার যে পদক্ষেপ করেছে তা যথেষ্ট, আমরা এতে হস্তক্ষেপ করবো না।

প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় পতাকা উত্তোলন এবং কৃষকদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধের ঘটনাটিকে অন্তর্ঘাত বলে দাবি করে সুপ্রিমকোর্টের কাছে তদন্ত কমিশন গড়ার আগে জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি। একই ধরণের আরও বেশ কয়েকটি আবেদনও জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। আবেদনে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিশন করা হোক। কিন্তু বুধবার সেই সব আবেদন গুলিকেই ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের পরামর্শ এই ব্যাপারে সরকারের কাছে আবেদন করুন। প্রধান বিচারপতি বলেন, “আমরা নিশ্চিত সরকার এই বিষয়ে পদক্ষেপ করেছে। তদন্ত করছে। এই ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর একটি বিবৃতিও আমরা দেখেছি। তাতে তিনি জানিয়েছেন আইন তার কাজ করছে, তাই আমরা এই ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না।”

অন্যদিকে, প্রমাণ ছাড়া কৃষকদের যাতে সন্ত্রাসবাদি বলে সংবাদমাধ্যমগুলোতে উল্লেখ না করা হয় সেই মর্মেও একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। বুধবার সেই মামলাও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এই মামলা করেছিলেন আইনজীবী মনোহর লাল শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *