আমাদের ভারত,২৮ মার্চ:করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার ভাড়াটেদের কাছ থেকে একমাস বাড়ি ভাড়ার নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারী হল নয়ডায়। সেখানে বাড়ি মালিকরা বাড়িতে থাকা ভাড়াটেদের কাছ থেকে এক মাস কোন ভাড়া নিতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছেন জেলাশাসক বি এল সিং।
দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই লক ডাউনের পরিস্থিতিতে সাধারণ মানুষের অসুবিধার কথা জানতে বেরিয়েছিলেন পুলিশ এবং প্রশাসনিক কর্তারা। সেখানে অনেকেই জানিয়েছেন লকডাউনের জেরে তারা কর্মহীন অথচ অনেক বাড়ির মালিক তাদের বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছেন না। পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক ব্যবসায়ী দাম বাড়িয়েছেন জিনিসের।
এই অভিযোগের ভিত্তিতেই বাড়ি মালিকরা যাতে এক মাসের ভাড়া নিতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছেন নয়ডার জেলা প্রশাসন।
একই সঙ্গে এই মুহূর্তে কোন ভাড়াটেকে ঘর ছাড়ার জন্য চাপ দেওয়া যাবে না বলেও নির্দেশিকা জারি করা হয়েছে জেলা শাসকের তরফের। জিনিসপত্রের অতিরিক্ত দাম দাম বৃদ্ধি আটকাতে নজরদারির জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।
উত্তরপ্রদেশের নয়ডাতেই ভাইরাসের আক্রান্তের সংখ্যা আপাতত সবচেয়ে বেশি রাজ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী নয়ডায় ১৮ জনের শরীরে করোনা সংক্রমনের খবর মিলেছে।