করোনা আতঙ্ক! হ্যান্ডশেক ছেড়ে ভারতীয় প্রথায় নমস্কারকেই আঁকড়ে ধরলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পও

আমাদের ভারত,১৩ মার্চ:অভিবাদন জানাতে ভারতের প্রাচীন পদ্ধতি হচ্ছে নমস্কার। অতিথিদের নমস্কার করেই অভিবাদন জানানো হয় এখানে। কিন্তু করোনা থেকে বাঁচতে এবার হোয়াইট হাউসেও পাওয়া গেল নমস্কার করে অভিবাদনের নিদর্শন। যখন সারাবিশ্ব করোনার আতঙ্কে টালমাটাল অবস্থা তখন পথ দেখাচ্ছে সেই ভারতের সংস্কৃতি।

নরেন্দ্র মোদী আগেই বলেছেন এখন হ্যান্ডশেক ছেড়ে নমস্কার জানানোর অভ্যেসটা পোক্ত করতে। এবার বিদেশীরাও ভারতের এই সংস্কারকে আঁকড়ে ধরেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছেন হ্যান্ডসেক করোনা সংক্রমনের অন্যতম মাধ্যম। তাই করোনাকে আটকাতে অভিবাদনের মাধ্যম হিসেবে নমস্কারকেই বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প থেকে ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ভারতের প্রাচীন সংস্কার অতিথিদের অভ্যর্থনা জানাতে নমস্কার করা হয়। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার পরস্পরকে নমস্কার করেই অভিবাদন জানালেন। হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান,”আজ আমরা করমর্দন বা হ্যান্ডসেট করিনি।” ট্রাম্পের পরবর্তী মন্তব্য করার আগেই আইরিশ প্রধানমন্ত্রী দুহাত জোড় করে নমস্কার করে বুঝিয়ে দেন তারা একে অপরকে কিভাবে অভিবাদন করেছেন। ট্রাম্প ও তখন হাসিমুখে আবার নমস্কার করেন। মার্কিন রাষ্ট্রপতি জানান, রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে তাকে সকলের সঙ্গে হ্যান্ডশেক করতে হতো। কিন্তু সম্প্রতি তিনি ভারত সফর থেকে ফিরে গেছেনএবং নমস্কার করার প্রথাও গ্রহণ করেছেন।

https://twitter.com/NikhilNagasai/status/1238298054010081282?s=08

একইসঙ্গে জাপানিদের মাথা নিচু করে অভিবাদন এর পদ্ধতি ও শিখেছেন ট্রাম্প। করোনা মোকাবিলায় ভারত ও জাপানের অভিবাদন পদ্ধতিকে গ্রহণীয় বলে মনে করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *