আশিস মণ্ডল, রামপুরহাট, ২৬ এপ্রিল: চাকরি ছাড়লেও, রাজ্য সরকারের তরফে তাকে দেওয়া হয়নি ‘নো ডিউস’ সার্টিফিকেট। পদ্ধতিগত এই ত্রুটির কারণে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। শুক্রবার মনোনয়ন স্কুটনির দিন ছিল৷ যদিও, আগেই এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে ‘ডামি’ প্রার্থী হিসাবে মনোনয়ন করিয়ে রেখেছে বিজেপি।
তবে মনোনয়ন পত্র গ্রহণ না করায়, হাইকোর্টে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর।
২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিসবাবু কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন৷ নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪ জনের৷ এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন, তাতে নাকি অখুশি ছিল রাজ্য সরকার৷ অভিযোগ, এরপরেই দেবাশিস ধরকে সাসপেণ্ড করা হয়৷ এমনকি, ২০২২ সালে দেবাশিস ধরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে৷ যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি৷ দেবাশিস ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানা দেয় তদন্তকারী অফিসাররা। এখনও এই মর্মে দুটি মামলা চলছে৷ মনোনয়ন বাতিল হওয়ার পর দেবাশিস ধর জানিয়েছেন, “নো ডিউস সার্টিফিকেট জমা দেওয়ার কারণ দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। কিন্তু আমি তো সুপ্রিম কোর্টের এভিডেভিড দিয়েছিলাম। আমি আজই উচ্চ আদালতের দ্বারস্থ হব। তবে আমাদের তো প্রার্থী আছে। জিতবে বিজেপিই।”
দেবতনু ভট্টাচার্য বলেন, “আমরা লড়াই করছি প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতে। তাঁর উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাইব। কে প্রার্থী হলেন সেটা বড় বিষয় নয়, আমাদের সাংগঠনিক দল পদ্ম চিহ্নে ভোট করবে”।
দলের রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “বীরভূম লোকসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তাই প্রতিহিংসার রাজনীতি করলেন। শুধুমাত্র বিদ্যুৎ, জল ও ঘর ভাড়ার নো ডিউস রাজ্য সরকার না দেওয়ায় মনোনয়ন বাতিল করা হল। মমতার এই চক্রান্তের খবর আমরা আগেই পেয়েছিলাম। সেই কারণেই দেবতনুদাকে তড়িঘড়ি প্রার্থী করেছি। দেবাশিসবাবু সরকারের এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে প্রচার চালাবেন। মানুষ সরকারের সমস্ত চক্রান্তের জবাব দিয়ে বীরভূম লোকসভা নরেন্দ্র মোদীকে উপহার দেবেন।”
তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেন, “খারাপ লাগছে। তবে উনার প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। তবে বিজেপির কে প্রার্থী হলেন সেটা নিয়ে আমি ভেবেছি না। যেই প্রার্থী হোক না কেন, আমি জিতবই।”