Nishan Yatra, Bankura, বাঁকুড়া থেকে রাজস্থান খাটু ধামের উদ্দেশ্যে নিশান যাত্রা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ নভেম্বর: বাঁকুড়া থেকে রাজস্থানের খাটু ধামের উদ্যেশ্যে রওনা দিল ২১ সদস্যের দল। শ্রীশ্যাম বাবা দর্শনে আজ নিশান যাত্রার সূচনা হলো মহাসমারোহে।

২১ সদস্যের একটি দল আজ সকালে বাঁকুড়ার কুচকুচিয়াস্হিত শ্যাম মন্দির থেকে শোভাযাত্রা সহকারে রাজস্থানের উদ্দেশ্যে গমন করেন। শোভাযাত্রায় বহু নরনারী যোগদান করেন। সুদৃশ্য ট্যাবলো, সুসজ্জিত শ্যামবাবার প্রতিকৃতি নিয়ে শ্রীশ্যামদেবের মহিমা কীর্তন করতে করতে শোভাযাত্রা ব্যপারীহাট শ্যাম মন্দির, স্টেশন মোড়ে বাবার দরবারে হাজির হয়। সেখানে বিশেষ পূজার্চনা করে রওনা দেয় নিশান যাত্রা।

উদ্যোক্তারা জানান, প্রায় ১৬০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে। একনাগাড়ে এই যাত্রায় পালা করে সদস্যরা যোগ দেবেন। নিশান যাত্রা খাটুধামে পৌঁছনোর কথা ১১ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *