সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ মার্চ: বাঁকুড়া থেকে পায়ে হেঁটে বর্ধমান জেলার রানীগঞ্জে নবনির্মিত শ্যাম বাবার মন্দিরের উদ্দেশ্য নিশান যাত্রার যাত্রা শুরু হলো আজ সকালে বাঁকুড়া স্টেশন মোড়ে শ্যামদরবার থেকে। তিরিশ জন মহিলা সহ প্রায় শতাধিক শ্যামপ্রেমী এই নিশান যাত্রায় যোগ দিয়েছেন। স্টেশন মোড় থেকে যাত্রা শুরু করে ব্যাপারীহাট ও কুচকুচিয়ায় শ্যামমন্দির দর্শন করে রানীগঞ্জের উদ্দেশ্য রওনা দেয়।
উদ্যোক্তাদের পক্ষে দুর্গাপ্রসাদ পোদ্দার জানান, এবছরই প্রথম এই ধরনের যাত্রা শুরু হলো। প্রায় ৫৫ কিমি রাস্তা অতিক্রম করে তারা মন্দিরে পৌছাবেন। আজ গঙ্গাজলঘাঁটিতে ও আগামীকাল মেজিয়াতে তারা রাত্রিবাস করবেন। সেখানে আরোও প্রায় পঞ্চাশ জন ভক্ত যোগ দেবেন। যাত্রাপথে বিভিন্ন জনপদে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে, সেখান তারাও ভজন কীর্তন করে এলাকা মাতিয়েতুলছেন।