আমাদের ভারত,৭ জানুয়ারি:বিচার পাওয়ার জন্য দীর্ঘ সাত বছরের লড়াই শেষ হলো। এতদিনের যন্ত্রণায় কিছুটা হলেও প্রলেপ পড়লো হয়তো। ফাঁসির সাজা ঘোষণা হবার পর কিছুটা সান্তনা পেলেন নির্ভয়ার মা-বাবা। বললেন যা ঘটেছে তা ভুলতে পারবো না আর অপরাধীদের ক্ষমা করতে পারবোনা।
দিল্লির পাটিয়ালা হাউস আদালত পবন গুপ্তা, বিনয় শর্মা, মুকেশ সিং, অক্ষয় কুমারের বিরুদ্ধে ফাঁসি পরোয়ানা জারি করেছে। ২২ শে জানুয়ারি সকাল সাতটায় কার্যকর হবে চার অপরাধির ফাঁসি।
ফাঁসির পরোয়ানা জারি হওয়ার পরই বিকেলবেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশা দেবী বলেন, “২২ শে জানুয়ারি আমাদের কাছে সবচেয়ে বড় দিন হতে চলেছে। কারণ ওই দিন আমার মেয়ে বিচার পাবে। বিচার পাবে দেশের অন্য মেয়েরাও। এই ফাঁসিতে দেশের মহিলাদের আইনের ওপর আস্থা ফিরবে।”
দীর্ঘ সাত বছর লড়াইয়ের পরেই জয় হলেও জ এদিনও শান্ত ছিলেন নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিং। সাধারণভাবেই তুলে ধরলেন আদালতের নির্দেশের কথা।
তবে আইনি লড়াই শেষ হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন অপরাধীদের আইনজীবীরা। রায় সংশোধনের জন্য শীর্ষ আদালতে যাওয়ার কথা তারা জানিয়েছেন।