আমাদের ভারত, হাওড়া, ৯ জানুয়ারি: হাসপাতালের পরিত্যক্ত কোয়ার্টারের ভিতর থেকে খবরের কাগজ জড়ানো অবস্থায় এক সদ্যজাত শিশু কন্যাকে উদ্ধার করল বাগনান থানার পুলিশ। শিশু কন্যাটি বর্তমানে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানাগেছে, বুধবার রাতে বাগনানের এন ডি ব্লকের বাসিন্দা অনিন্দিতা ভৌমিক বাগনান ১ নং পঞ্চায়েত অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় বাগনান গ্রামীণ হাসপাতালের ভিতরে পরিত্যক্ত কোয়াটারের ভিতর থেকে সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। পরে প্রতিবেশীদের সঙ্গে হাসপাতালে ভিতরে থাকা পরিত্যক্ত কোয়ার্টারের কাছে গেলে ঘরের কোণায় খবরের কাগজ জড়ানো শিশু কন্যাটিকে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে বাগনান থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা করার পর উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। বর্তমানে শিশুটি হাসপাতালের এসএনসিইউ বিভাগে চিকিৎসাধীন।
পুলিশ প্রশাসন সূত্রে খবর, শিশুটিকে উদ্ধারের জন্য চাইল্ড লাইনে খবর দেওয়া হয়েছে। কিভাবে শিশুটি ওইখানে এল পুলিশ তা খতিয়ে দেখছে।