দেশে আরও ৪ জনের শরীরে মিলল করোনার নতুন স্ট্রেন, মোট সংখ্যা ২৯, নতুন স্ট্রেনে আক্রান্ত হচ্ছে শিশুরাও

আমাদের ভারত, ১ জানুয়ারি:দেশে আরও ৪ জনের শরীরে খোঁজ মিললো করোনার নতুন স্ট্রেনের। ফলে ভারতে করোনার নতুন স্ট্রেনের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। যে চারজনের দেহে এই নতুন স্ট্রেন পাওয়া গেছে তাদের মধ্যে তিনজন বেঙ্গালুরুর এবং একজন হায়দ্রাবাদের বাসিন্দা।

নতুন স্ট্রেনে আক্রান্ত ২৯ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্যকে এই নতুন স্ট্রেন মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রয়োজনে নাইট কারফিউর জারির নির্দেশ দেওয়া হয়েছে।

সেপ্টেম্বরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে করোনার এই নতুন স্ট্রেন ধরা পড়ে। ইতিমধ্যেই নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইতালি, অস্ট্রেলিয়া, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, সিঙ্গাপুরে করোনার এই নতুন স্ট্রেন পৌঁছে গেছে।

বিশেষজ্ঞরা দাবি করেছেন এই নতুন স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি সংক্রামক এবং এতে শিশুরাও আক্রান্ত হচ্ছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বহু দেশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতও এই একই পথে হেঁটেছে।

কেন্দ্রীয় সরকার এই নতুন স্ট্রেনকে চিহ্নিত করতে জিনোম সিকুয়েন্স পদ্ধতির ওপর জোর দিয়েছে। দিল্লি মুম্বাই চেন্নাইতে ইতিমধ্যে নাইট কারফিউ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *