গোমূত্রের পর নতুন গুজব! বাড়ির ঈশান কোনে মাটি খুঁড়লে মিলবে করোনার ওষুধ

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২১ মার্চ: গোমূত্রের এরপর কয়লা। কয়লা কপালে ঠেকিয়ে গায়ে মাখলে নাকি করোনা ভাইরাস হাত থেকে বাঁচা যাবে। প্রচার চলছে বাড়ির উঠানের ঈশান কোণে ভগবান জগন্নাথ দৈব ওষুধ হিসেবে কয়লা রেখে দিয়েছেন। সেই কয়লা শাবল দিয়ে মাটি খুঁড়ে খুঁজে বের করতে করতে হবে। এরপর গঙ্গা জল বা নদীর মিশিয়ে কপালে তিলক কাটলে নাকি করোনা ভাইরাস আর গ্রাস করতে পারবে না। এই গুজব শনিবার ভোর থেকে হুগলির আরামবাগ মহকুমা জুড়ে ছড়িয়েছে। বিভিন্ন এলাকায় এলাকায় মানুষ বাড়ির ঈশান কোণে উঠোনে কয়লা খুঁজতে মেতে উঠেছেন।

অনেকেই না কি কথামত কয়লা পেয়েছেন। আর সেই কয়লা গঙ্গার জল দিয়ে কপালে তিলক কেটে ও গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। এই গুজবেই শনিবার সকাল থেকে তোলপাড় হুগলি আরামবাগের বিস্তীর্ণ এলাকাত। কয়লা খোঁড়ার হিড়িক পড়ে গিয়েছে। কাঠ কয়লা মিললে পরিবারের মহিলারা উলুধ্বনি দিচ্ছেন, শাঁখ বাজাচ্ছেন। এরপর নদী বা জলাশয়ে গিয়ে সেই কয়লা জলে গুলে গায়ে মাখছেন। তাদের বিশ্বাস, দৈব ওষুধ গায়ে মাখলেই নাকি করোনা থেকে মুক্তি মিলবে। আরামবাগ মহকুমার গরবাড়ি, ডিহি বাইরা, বাছানড়ি, কামারপুকুর, মায়াপুর, গোঘাটের বালি, দেওয়ানগঞ্জ, বদনগঞ্জ সহ বিভিন্ন গ্রামে মাটি খুঁড়ে কয়লা বের করার হিড়িক পড়ে গেছে। বিভিন্ন গ্রামে বাড়ির ঈশান কোনে নাকি কয়লার টুকরো পাওয়া যাচ্ছে।

প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে যে করোনা ভাইরাস একটা সিরিয়াস ইস্যু।
এসব গুজবে কান দেবেন না। গুজব রটাবেন না। এই গুজবের সমাজের ক্ষতি হতে পারে। আরামবাগ মহকুমাশাসক পূর্ণেন্দু সিং এই সব গুজব বিশ্বাস করতে নিশষেধ করেছেন। করোনা থেকে দূরে থাকতে মাস্ক পড়তে এবং হ্যান্ডওয়াশ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *