নয়া কোভিড গাইডলাইন জারি করল কেন্দ্র, আরও কড়া হচ্ছে নিয়মবিধি, প্রয়োজনে নাইট কারফিউ

আমাদের ভারত, ২৫ নভেম্বর:লকডাউন উঠে গিয়ে আনলক প্রক্রিয়াঝ প্রায় শেষ পর্যায়ে। কড়াকড়িও অনেকটাই আলগা। চলতে শুরু করেছে প্রায় সব যানবাহনই, খুলে গেছে কর্মক্ষেত্র। বাজারে, দোকান সব জায়গাতেই ভিড়। কিন্তু লাগাম আলগা হতেই বেশ কয়েকটি রাজ্যের হুহু করে বেড়েছে করোনা সংক্রমনের হার। তাই এই পরিস্থিতিতে নতুন কোভিড গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এতে কঠোর হচ্ছে নিয়মবিধি। তবে নিয়ম কড়া হলেও রাজ্য লকডাউন ঘোষণা করতে পারবেন না।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক যে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে তাতে আরো বেশি করে নজরদারি ও সংক্রমণ রোখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পয়লা ডিসেম্বর থেকে এই নতুন নির্দেশিকা কার্যকর হবে। বলা হয়েছে করোনা মোকাবেলায় যছ সাফল্য মিলেছে তাকে আরও ভালো করার লক্ষ্যেই এই নতুন নির্দেশিকা জারি করা হচ্ছে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কনটেইনমেন্ট জোন গুলিতে জরুরী পরিষেবায় ছাড় দেওয়া হবে। তবে কঠোরভাবে যাবতীয় বিধি-নিষেধ মেনে চলতে হবে। এক্ষেত্রে কড়া নজরদারি চালাবে জেলা প্রশাসন স্থানীয় পুলিশ ও পৌরসভা।

কনটেইনমেন্ট জোনে প্রতিটি বাড়িতে গিয়ে সমীক্ষা চালানো হবে সে জন্য বিশেষ দল তৈরি করতে হবে। পরিস্থিতি বিচার করে স্থানীয়ভাবে বিধি-নিষেধ জারি করতে পারে রাজ্যগুলি। প্রয়োজনে রাত্রিকালীন কারফিউ বহাল করা যেতে পারে কিন্তু লকডাউন করা যাবে না।

করোনা বিধি পালন করার জন্য সচেতনতা প্রচার চালাতে হবে। সকলে যাতে নিয়ম মানে তা নিশ্চিত করতে হবে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়গুলিকে কঠোরভাবে নিশ্চিত করতে হবে। মাস্ক না পরলে বা অমান্য করলে কঠোর শাস্তি দিতে পারে রাজ্য। প্রয়োজনে জরিমানাও করা হতে পারে।

বাজার হাট গণপরিবহনের মোতো জায়গায় সামাজিক দূরত্ব বৃদ্ধি পালন নিশ্চিত করতে হবে। তার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, যা রাজ্যগুলিকে মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *