সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ নভেম্বর: সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে হাবড়ায়। শীতের সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার কুমরা গ্রাম পঞ্চায়েতের বনবিবি তলা এলাকায়। মন্দির লাগোয়া বাসিন্দারা ভোর রাত থেকেই শিশুর কান্নার আওয়াজ পাচ্ছিলেন।
সকালে ঘুম থেকে উঠে দেখতে পান পাড়ার কালী মন্দিরে কালী মায়ের সামনে সদ্যোজাত একটি পুত্র সন্তান রাখা রয়েছে। যা দেখেই রীতিমতো চমকে ওঠেন এলাকাবাসীরা। শীতের মধ্যে গায়ে কোনও জামাকাপড় না থাকায় শিশুটি চিৎকার করতে শুরু করে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় মানুষের জমায়েত শুরু হয়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় গোটা এলাকায়৷
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে শিশুটিকে কে বা কারা ফেলে গেল, কোনও নার্সিংহোম থেকে শিশুটিকে চুরি করা হয়েছে কি না, সে সব প্রশ্নের উত্তর এখনও পুলিশের কাছে নেই।