আমাদের ভারত, শিলিগুড়ি, ১৪ মে: বেঙ্গল সাফারি পার্কে নতুন সংযোজন। রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, হরিণ, ভল্লুকের পর এবার থেকে পার্কে ঘুরতে গেলে দেখা মিলবে ক্যাঙারুর। পাচার করার সময় উদ্ধার হওয়া ক্যাঙারুদেরই অবশেষে দর্শকদের জন্য উন্মুক্ত করা হল।
এপ্রিলের শুরুতে গজলডোবা রোডে দুটি এবং ফারাবাড়ি এলাকায় একটি ক্যাঙারু উদ্ধার করে বনদফতরের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। এছাড়া ফারাবাড়িতে আরও একটি ক্যাঙারুর মৃতদেহও উদ্ধার হয়। বনদফতরের প্রাথমিক অনুমান এগুলি পাচার করতে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারকারীরা ধরা পড়ে যাওয়ার আশঙ্কাতেই জঙ্গলে ছেড়ে দেয়। সেই সময় ক্যাঙারুগুলোকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানেই হাসপাতালে চিকিৎসাধীন ছিল তারা। কিন্তু কিছুদিন পরে তিনটি ক্যাঙারুর মধ্যে সবচেয়ে দুর্বলটির মৃত্যু হয়। বাকি দুটোকে আলিপুর চিড়িয়াখানার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চিকিৎসা করা হয়। হাসপাতালে স্যালাইনের মাধ্যমে খাওয়ার খাইয়ে তাদের সুস্থ করে তোলা হয়।
এরপর লেপার্ড ক্যাটের এনক্লোজারে তাদের রাখা হয়। কিন্তু এনক্লোজারে রাখলেও পরিবেশের সঙ্গে মানিয়ে না নেওয়া পর্যন্ত সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বর্তমানে তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। তাই সবুজ কাপড় এনক্লোজার থেকে সরিয়ে দেয় পার্ক কর্তৃপক্ষ। পার্কে এসে ক্যাঙ্গারু দেখতে পেয়ে বেশ খুশি পর্যটকরা।
এবিষয়ে পার্কের অধিকর্তা দাওয়া এস শেরপা বলেন, “আপাতত তাদের এখানেই রাখা হয়েছে। পরিবেশের সঙ্গেও তারা অনেকটাই মানিয়ে নিয়েছে। ফলে এখনই তাদের আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে কি না তা ভাবা হয়নি। কিন্তু এখন থেকে দর্শকরা পার্কে আসলে তাদের দেখতে পাবেন, যা বাড়তি পাওনা সকলের কাছে।”