নেতাজির জন্মজয়ন্তী পালনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন মোদী সরকারের, বাংলায় টুইট করে ঘোষণা প্রধানমন্ত্রীর

আমাদের ভারত, ২২ ডিসেম্বর:নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী পালন করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল মোদী সরকার। সোমবার বাংলায় টুইট করে সেকথা জানালেন খোদ প্রধানমন্ত্রী নিজে। এই কমিটির মাথায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানা ধরণের অনুষ্ঠানের মাধ্যমে এক বছর ধরে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হবে।

সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই কমিটিতে ইতিহাসবিদ, লেখক ও বসু পরিবারের সদস্যরা থাকবেন। এছাড়াও ওই বিশেষ কমিটিতে আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিরা ও থাকবেন।

প্রধানমন্ত্রী নিজে টুইটারে লিখেছেন, “নেতাজী সুভাষ বসুর সাহস সুবিদিত। একজন বিদগ্ধ পন্ডিত, সৈনিক, ও শ্রেষ্ঠ এই নেতার ১২৫তম জন্মজয়ন্তী আমরা শীঘ্রই উদযাপন করতে চলেছি। এর জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। আসুন আমরা সকলে মিলে এই বিশেষ অনুষ্ঠানটিকে সাড়ম্বরে উদযাপন করি।”

নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে দিল্লি-কলকাতা ও তার স্মৃতি বিজড়িত দেশ-বিদেশের বিভিন্ন স্থানে যে যে অনুষ্ঠান হবে তার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে এই কমিটি। কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থায়ীভাবে একটি লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠান করারও পরিকল্পনা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ প্রসঙ্গে কথা বলতে গেলেই প্রধানমন্ত্রীর গলায় বারবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো একাধিক বাঙালি মনীষীদের প্রসঙ্গ উঠে এসেছে বারবার। সামনেই একুশের নির্বাচন ফলে তার আগে নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী উদযাপন করার ঘোষণা করে আবারও একবার বাঙালির আবেগকে ছোঁয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *