নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩ ডিসেম্বর:
বছরের শেষে ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ২৪শে ডিসেম্বর তিনি কলকাতায় আসতে পারেন বলে দলীয় সূত্রে খবর। যুব মোর্চার কর্মসূচিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। দিল্লিও সেই প্রস্তাব এখনও পর্যন্ত খারিজ করেনি বলে খবর।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুব মোর্চা একটি সম্মেলনের আয়োজন করেছে। ২০২১-র লক্ষ্যে রাজ্য যুব মোর্চা এই সম্মেলনের আয়োজন করেছে। নতুন ভোটারদের দলে টানতে যুব মোর্চার কর্মসূচি নিয়ে এই সম্মেলনের আয়োজন হবে বলে দলীয় সূত্রে খবর। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী প্রধান বক্তা হোক চাইছেন রাজ্য যুব মোর্চার নেতারা। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর এখনও পর্যন্ত তাঁর সফর সূচি নিয়ে যুব মোর্চাকে কিছু জানায়নি বলে জানিয়েছেন যুবমোর্চার রাজ্য সহ-সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন, আমরা প্রস্তাব দিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে যুব মোর্চার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন তাপস ঘোষ।