আমাদের ভারত, ১৪ আগস্ট: বিভাজন বিভীষিকা দিবসে দেশভাগের যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের দেশভাগের যন্ত্রণার ছবিটা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে এক্স হ্যান্ডলে পোস্ট করে সেই ভয়ংকর সময়ে ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা স্মরণ করলেন তিনি।
এদিন নিজের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে আমরা সেই অগণিত মানুষদের স্মরণ করি যাঁরা দেশভাগের ভয়াবহতার কারণে প্রভাবিত এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দিনটা তাঁদের সাহসের প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন, যা মানুষের বিপদের মোকাবিলা করার শক্তিকেই চিত্রিত করে।
দেশভাগের ফলে যাঁরা প্রভাবিত হয়েছিলেন, তাঁদের অনেকেই নিজের জীবনকে পুনর্গঠন করেন এবং বিপুল সাফল্য অর্জন করেন। আজ আমরা আমাদের দেশের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সর্বদা রক্ষা করার জন্য আমাদের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করছি।”
প্রসঙ্গত, দেশভাগের যন্ত্রণাকে কোনও ভাবেই ভোলা সম্ভব নয়। এই বার্তা দিয়ে ২০২১ সালে ১৪ আগস্ট দিনটিকে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবারই তিনি দাবি করেছিলেন, সামাজিক ভেদাভেদ দূর করে দেশবাসীকে একসুরে বেঁধে রাখতে সাহায্য করবে এই দিনটি।
অন্যদিকে অমিত শাহ বলেন, “দেশভাগের বিভীষিকা স্মরণ দিবসে আমাদের ইতিহাসের এই সবচেয়ে জঘন্য পর্বে যাঁরা অমানবিক যন্ত্রণা ভোগ করেছেন, জীবন হারিয়েছেন, গৃহহীন হয়েছেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধা।”
বুধবার এই ভাষাতেই দেশভাগের বিভীষিকা এক্স-বার্তায় স্মরণ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “যে জাতি তার ইতিহাস স্মরণ করে তারাই তার ভবিষ্যত গড়ে তুলতে পারে এবং শক্তিশালী সত্তা হিসেবে আবির্ভূত হতে পারে। দিনটি পালন করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জাতি গঠনের প্রক্রিয়ার একটি মৌলিক অনুশীলন হিসাবে।”