পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। তার আগে খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিল পুলিশ প্রশাসন। পুজোর আগে হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পেয়ে খুশি প্রাপকরা।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকা থেকে বেশ কয়েকজনের মোবাইল চুরি যায়। যেগুলির অভিযোগ দায়ের হয় নারায়ণগড় থানা এবং সরকারি প্রশাসনিক পোর্টালগুলিতে। এরপর প্রয়োজনীয় তথ্য তালাশের পর মোবাইলগুলিকে উদ্ধার করে পুজোর আগে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল নারায়ণগড় থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এদিন প্রায় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রায় আটটি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন তারা। সব মিলিয়ে পুজোর আগে হারানো মোবাইল হাতে পেয়ে খুশি প্রাপকরা।