নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১১ জানুয়ারি:
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহরে মিষ্টি বিতরণ করলেন বিজেপি কর্মীরা। শনিবার বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি বিজেপির রাজ্য সদর দফতরের সামনে মিষ্টি বিতরণ করেন। তিনি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ১৭০০ মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণ করার পর বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি বলেন, বাংলায় প্রধানমন্ত্রী আসছেন এটি দলের কর্মীদের কাছে সুখবর। বাংলায় মোদী ঝড়ে বিজেপি লোকসভায় ১৮টি আসন পেয়েছিল। তাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলের রাজ্য সদর দফতরের সামনে মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি।
এদিন তিনি রাজ্য সদর দফতরের সামনে প্রধানমন্ত্রীর ছবিতে প্রতিকি মিষ্টি খাওয়ান। তারপরে রাজ্য সদর দফতরের সামনে পথচলতি মানুষকে মিষ্টি খাওয়ান উত্তর কলকাতার বাসিন্দা নারায়ণ চ্যাটার্জি। তারপর রাজ্য সদর দফতরে দলের কর্মী সমর্থকদের মধ্যেও মিষ্টি বিতরণ করেন নারায়ণ চ্যাটার্জি।