মোদীকে কালো পতাকা দেখাতে সকাল থেকেই রাস্তায় বাম কর্মী সমর্থকরা

নীল বনিক, আমাদের ভারত, ১১ জানুয়ারি: প্রধানমন্ত্রী আসার আগেই কলকাতায় কালো পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন বাম কর্মী সমর্থকরা। সকাল ১০টা নাগাদ প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্ররা কলেজস্ট্রীটে জমায়েত হন। মোদী গো ব্যাক লেখা পোষ্টার হাতে বামপন্থী ছাত্রছাত্রীরা কলেজস্ট্রীটের রাস্তায় দাঁড়িয়ে সিএএ আইনের বিরোধীতা করেন।

বেলা যত বেড়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। গোটা কলেজস্ট্রীট চত্বরে নরেন্দ্র মোদীর বিরোধীতা করে মিছিল করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সিএএ আইন মানা হবে না বলে জানান আন্দোলনকারিরা। এই আইন তৈরি করে মোদী সরকার মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে। ধর্মের নামে বিভাজন আটকাতেই শনিবার কলকাতা জুড়ে এমন বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্সির বামপন্থী ছাত্রছাত্রীরা।

বামপন্থী সমর্থকেরা জমায়েত হয়েছেন হাওড়া ব্রীজের সামনে। দুপুরে হাওড়া ব্রীজের সামনে কালো বেলুন হাতে জমায়েত হয়েছেন বিক্ষোভকারিরা। সিএএ আইনের বিরোধীতার আঁচ প্রধানমন্ত্রীর কানে তুলতেই তারা হাওড়া ব্রীজে জমায়েত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারিরা। তারা প্রত্যেকেই জানাচ্ছেন প্রধানমন্ত্রী গঙ্গাদিয়ে বেলুড় যাবার সময় আকাশে কালো বেলুন ওড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *