বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই’য়ের জেরার মুখে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিজেপি কর্মী খুনের ঘটনায় বৃহস্পতিবার তৃণমূল নেতা সেখ সুফিয়ানকে তলব করে সিবিআই। হলদিয়ার
সিপিটি গেষ্ট হাউসে তাকে আজ ডাকা হয়।

ভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসে অগ্নিগর্ভ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। শিরোনামে আসে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের চিল্লগ্রাম। ৩ মে চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি (৪৯) খুন হন। বিভিন্ন এলাকার সাথে সাথে চিল্লগ্রামে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়। ঘরবাড়ি ভাঙ্গচুরের পাশাপাশি ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তমলুক জেলা হাসপাতালে ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় দেবব্রত মাইতিকে। ১৩ মে কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয়।

কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। সেইমত ৩১ আগস্ট নন্দীগ্রামের চিল্লগ্রামে আসে সিবিআইয়ের তদন্তকারী দল। চিল্লগ্রামে মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতির বাড়িতে যাওয়ার পাশাপাশি যেখানে তাকে মারধর করা হয় সেই এলাকাও তারা ঘুরে দেখেন। পরপর তিনদিন তারা চিল্লগ্রামে আসে তদন্তে।

বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট সেখ সুফিয়ানের। তাই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সেখ সুপিয়ানকে সিবিআই আজ তলব করে হলদিয়ার সিপিটি গেস্ট হাউসে।

আজ সকাল দশটা নাগাদ শেখ সুফিয়ান হলদিয়ার সিপিটি গেস্ট হাউসে সিবিআই তদন্তকারীদের কাছে যান। প্রায় ৪ ঘন্টা সিবিআই অফিসাররা সেখ সুফিআনকে জিজ্ঞাসাবাদ করেন। সিবিআই জেরার মুখে থেকে ফিরে নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ান জানালেন যা প্রশ্ন করেছিল তার উত্তর দিয়েছি সঠিকভাবে এবং সহযোগিতার আশ্বাস দিয়েছি। প্রায় সাড়ে চার ঘন্টা ধরে জেরা করা হয় তাকে। সেখ সুফিয়ান আরও জানিয়েছেন, সিবিআইকে সঠিক তদন্ত করে দোষীদের খোঁজ করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *