আমাদের ভারত, ২৬ মার্চ: পশ্চিমবঙ্গে বরানগর ও ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হল। মঙ্গলবার এই সঙ্গে দেশের আরও ৩ রাজ্যে ১২ প্রার্থীর নাম দিল্লি থেকে ঘোষণা করা হয়েছে।
বরানগর ও ভগবানগোলার প্রার্থী করা হয়েছে যথাক্রমে সজল ঘোষ ও ভাস্কর সরকারকে। বরানগরের বিধায়ক তাপস রায় সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে আসায় আসনটি শূন্য হয়েছিল। গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। তাই এই দুই বিধানসভা কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হচ্ছে।
গুজরাতের বীজাপুর, পোরবন্দর, মনাবদর, খাম্ভাট, বাঘোডিয়া, হিমাচল প্রদেশের ধর্মশালা, লাহুল এবং স্পিটি, সুজনপুর, বরসার, গাগরেট ও কুটলেহার, কর্ণাটকের শোরাপুরের বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকাও একই সঙ্গে প্রকাশিত হয়েছে।