আমাদের ভারত, ১৬ মার্চ: নৈনিতালের জেলা ম্যাজিস্ট্রেট বন্দনা সিংয়ের সমর্থনে পাল্টা হ্যাশট্যাগ যুক্ত করে প্রচার শুরু হয়েছে। তাতে সাড়া দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু এক্স হ্যান্ডলে শনিবার লিখেছেন, “একটি ইকোসিস্টেম নৈনিতালের জেলা ম্যাজিস্ট্রেট বন্দনা সিংকে টার্গেট করছে। তাঁকে গ্রেফতার করার জন্য হ্যাশট্যাগ যুক্ত করে প্রচার চলছে। কারণ তিনি হলদওয়ানিতে দাঙ্গাবাজদের ষড়যন্ত্রের কথা বলেছেন।
তিনি বলেছিলেন যে হালদওয়ানির হিংসা পূর্ব পরিকল্পিত ছিল। দাঙ্গাকারীরা ছাদের উপরে পাথর সংগ্রহ করেছিল, পেট্রোল বোমা ব্যবহার করেছিল, গাড়িতে আগুন দিয়েছিল এবং পৌর ও পুলিশ দলকে আক্রমণ করেছিল। একটি ‘অবৈধভাবে নির্মিত মাদ্রাসা ধ্বংসের পর উগ্রপন্থী জনতা হিংসা শুরু করে। বন্দনা সিং বাস্তুতন্ত্রের চাপের কাছে নতি স্বীকার করেননি এবং উগ্র দাঙ্গাবাজদের মুখেোশ খুলে দিয়েছিলেন।”