Naihati, Hawkers union, চাহিদা অনুযায়ী চাঁদা না দেওয়ায় ট্রেনে উঠে ছানা ব্যবসায়ীদের ওপর হামলা, অভিযোগ নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের বিরুদ্ধে

আমাদের ভারত, নদিয়, ১৬ নভেম্বর: পুজো চলে যাওয়ার পরও চাঁদার জুলুম অব্যাহত। এবার চাহিদা মতন চাঁদা না দেওয়ায় ট্রেনে উঠে ছানা ব্যবসায়ীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠলো নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের বিরুদ্ধে।

সূত্রের খবর, গত ১৪ নভেম্বর দুপুর ২.২৭- এর ডাউন শান্তিপুর লোকালে ফুলিয়া এলাকার ছানা ব্যবসায়ীরা ছানা নিয়ে কলকাতা যাচ্ছিলেন। অভিযোগ, নৈহাটি রেল স্টেশনে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে ট্রেনে উঠে ওই ছানা ব্যবসায়ীদের কাছ থেকে ২৫০০ টাকা চাঁদা চায়। অভিযোগ, এত পরিমাণ টাকা দিতে অস্বীকার করলে ওই ইউনিয়নের লোকেরা চলে যায়। অভিযোগ, এর পর শুক্রবার দুপুরে ওই ট্রেনেই নৈহাটি স্টেশন থেকে ওই হকার্স ইউনিয়নের সদস্যরা ট্রেনে উঠে ফুলিয়ার ওই ছানা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। ছানা ব্যবসায়ীদের মারধর করার পাশাপাশি প্রায় ৩০০ কেজি ছানা নষ্ট করে দেয় ওই আক্রমনকারীরা।

ঘটনায় শুক্রবার রাতে নৈহাটি জিআরপি- তে অভিযোগ জানিয়েছেন ওই ছানা ব্যবসায়ীরা। আর এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ফুলিয়ার ছানা ব্যবসায়ীদের মধ্যে। আবারও আক্রমণ হতে পারে এই আশঙ্কায় ট্রেনে করে ছানা নিয়ে যেতে ভয় পাচ্ছেন ফুলিয়ার ছানা ব্যবসায়ীরা। তাদের দাবি, এর বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *