আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৩ মে: মর্মান্তিক ঘটনার সাক্ষী হল আলিপুরদুয়ার। লকডাউনের মধ্যে স্ত্রী, সন্তানকে নিয়ে নিজে আত্নঘাতী হলেন স্বামী বিশ্বজিৎ বোস। বয়স আনুমানিক ৪৫। মৃতের স্ত্রী শেলি বোস ও একমাত্র সন্তান বিরাট বোস। মঙ্গলবার আনুমানিক রাত ৮টা নাগাদ ঘটনা ঘটেছে জেলা সদরে ২নং ওয়ার্ডের নিউটাউন এলাকায়।একসঙ্গে একই পরিবারে তিনটি মৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্যের সৃষ্টি করে। কেন কিভাবে কিজন্য একই পরিবারের তিনজনের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
স্থানীয়দের থেকে জানা গেছে, বছর ২ আগে পরিবার সমেত বাইরে থেকে আলিপুরদুয়ারে এসে এই ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাদের একমাত্র সন্তান বিরাট পড়াশুনাতে যথেষ্টই ভালো ছিল। সে শহরেরই একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশুনা করত। এমন মর্মান্তিক ঘটনা যা আগে কোনওদিন আলিপুরদুয়ারে ঘটেনি তা যে ঘটাতে পারে তা আগে থেকে কেউ আঁচও করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা আলিপুরদুয়ার থানা থেকে পুলিস এসে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
স্থানীয়দের তরফে জানা গেছে, পরিবারটি এলাকায় ভাড়া থাকতো। বিশ্বজিৎ বোস আত্নঘাতী হয়েছেন বলেই প্রাথমিক অনুমান। মৃত্যুকালে তিনি একটি নোটও রেখে গেছেন বলে জানা গেছে। তবে তাতে কি লেখা রয়েছে তা জানা যায়নি।পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছেন। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়।