Dev, campaign, Madhpur, আমার সৌজন্যতা দুর্বলতা নয়, আমার গর্ব: দেব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: বৃহস্পতিবার খড়্গপুর-২ ব্লকের মাদপুরে প্রচারে এসে হিরণকে কড়া ভাষায় আক্রমণ শানালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। হিরণকে উদ্দেশ্য করে তিনি বলেন, এভাবে আর যাই হোক ঘাটাল লোকসভায় জেতা যাবে না। হয়তো কিছু ভোট পেতে পারে, কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে। আপনি সন্ত্রাসের রাজনীতি, মৃত্যুর রাজনীতি, চুরি, ইডি, সিবিআই এইসব নিয়ে রাজনীতি করতে গেলে বিশ্বাস করুন, আপনি গোহারান হারবেন।

সম্প্রতি খড়্গপুর-২ ব্লকে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। যা নিয়ে দেবকেই নিশানা করেন হিরণ। এই মৃত্যুর রক্ত দেবের হাতে লেগে রয়েছে বলেও মন্তব্য করেন হিরণ। দেব বলেন, যিনি মারা গেছেন তার প্রতি আমার সমবেদনা রয়েছে আমার দলের তরফ থেকে তার পরিবারকে সব রকম সাহায্য করা হবে। কিন্তু রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে ভোটে জেতার জন্য যা ইচ্ছা তা নিয়েই মিথ্যা কথা বলতে হবে। আমরা জেতার জন্য আর কত নিচে নামবো? এরপরেই দেব বলেন, আপনারা কি আমার মুখ থেকে কখনো কোনো হিংসার কথা শুনেছেন? আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, এটা আমার গর্ব। আমি এটা বিশ্বাস করি। আজ আমি চাইলেই পাল্টা হিরণকে নিয়ে বলতে পারি, কিন্তু আমি ব্যক্তি আক্রমনে যাই না। আমার মনে হয়, এই দোষটা শুধু প্রার্থীর না, যারা ভোট দিচ্ছেন তাদেরও। ভোট দেবেন না, দেখবেন তারপর দিন থেকে সবকিছু চেঞ্জ হয়ে যাবে।

এদিন দেবকে জিজ্ঞেস করা হয়, কু- কথা তো শুধুমাত্র বিজেপি নেতারা না, তৃণমূল নেতারাও বলছেন। তার উত্তরে দেব বলেন, আমি শুধু বিজেপির কথা বলছি না আমি সবার কথা বললাম, আমি সবার বিরুদ্ধে বলছি। দেশটাকে তো বাঁচাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *