Mutia workers, Bankura, বাম শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে বাঁকুড়ায় মুটিয়া শ্রমিকদের মিছিল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ জুন: শ্রম কোড বাতিল, মূল্যবৃদ্ধি রোধ, সমস্ত শূণ্যপদ পূরণ, বছরে ১০০ দিনের কাজকে বাড়িয়ে ২০০ দিন করা ও দৈনিক ৬০০ টাকা মজুরি প্রদান, কৃষকের ফসলের ন্যায্য মূল্য প্রদান, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারীকরণ বন্ধ করা সহ ১৭ দফা দাবিতে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন ও কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলির ডাকে ৯ জুলাই দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে বাঁকুড়ার কেরাণীবাঁধ ও শ্যামদাসপুর এলাকায় বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের(সিআইটিইউ) উদ্যোগে আজ সকালে কাজ বন্ধ রেখে মিছিলে সামিল হলেন এলাকার মুটিয়া শ্রমিকরা।

নদিয়া জেলার মোলান্দি গ্রামের ন’বছরের শিশু কন্যা তামান্না খাতুনের হত্যাকারী তৃণমূল দুষ্কৃতিদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।

মিছিলে নেতৃত্ব দেন তপন দাস, সোহরাব মন্ডল, বিমল মাল প্রমুখ মুটিয়া শ্রমিক নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা সভাপতি প্রতীপ মুখার্জি। মিছিল ও সভা থেকে খেটে মানুষের স্বার্থে এই ধর্মঘটকে সম্পূর্ণ সফল করে তোলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *