আমাদের ভারত, ১৭ নভেম্বর: রায়ের পর থেকেই
ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলায় যে রায় দিয়েছে তা পুনর্বিবেচনা আবেদন জানিয়ে তারা ফের আদালতে যাচ্ছে। বোর্ডের মিটিং সেরে বাইরে এসে জমিয়ত উলেমা ই হিন্দের তরফে মাদানি বলেন, আমরা জানি আমাদের আবেদন ১০০ শতাংশ খারিজ করে দেওয়া হবে। তবু আমরা পুনর্বিবেচনার আবেদন জানাব আদালতে কারণ এটা আমাদের অধিকার।
অযোধ্যায় মসজিদ তৈরির জন্য সুপ্রিম কোর্ট বিকল্প যে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে। শুক্রবারই তাতে আপত্তি জানায় এই মামলার অন্যতম আবেদনকারী জমিয়ত উলামা ই হিন্দ। তাদের কার্যনির্বাহী বৈঠকের পর তারা জানায়, মসজিদের পরিবর্তে তারা টাকা বা জমি কোনটাই নেবে না। বরং রায়ের পুনর্বিবেচনার আবেদন তারা জানাতে পারে। এ বিষয়ে আইনি দিক খতিয়ে দেখছে সংগঠনের সভাপতি আরশাদ মাদানির নেতৃত্বে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
জমিয়ত উলেমা ই হিন্দের উত্তর প্রদেশের প্রধান মৌলানা আরসাদ মাদানি জানিয়েছেন, ওয়ার্কিং কমিটির বৈঠকে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি হল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মসজিদের বিকল্প জমি নিয়ে এবং অপরটি হলো রায়ের পর্যালোচনার আবেদন নিয়ে। ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিয়েছে, মসজিদের বিকল্প হিসেবে বিশ্বের কোনও কিছুকে মেনে নেওয়া হবে না। টাকা বা জমি কোনওটাই নয়। অন্য কোনও মুসলিম সংগঠন এই বিকল্প মেনে নিলে সেটা ঠিক হবে না।
রবিবার বৈঠকের পর এই সব নিয়ে দ্বিধা কাটিয়ে মৌলানা আরশাদ মাদানি জানান তারা রিভিউ পিটিশন দাখিল করবেন। দিল্লিতে এ আই এম পি এল বির সেক্রেটারি জিলানী বলেন, মসজিদের জমি আল্লার। এটি শরিয়তি আইনি বিষয়। এটা কাউকে দেওয়া যায় না। মসজিদের জন্য সুপ্রিম কোর্টে বিকল্প যে ৫ একর জমি দেওয়ার কথা বলেছে, তাও মেনে নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কারণ মসজিদের বিকল্প কিছু হয় না, এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বোর্ড।