আমাদের ভারত, ২৩ মে: অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দির চত্বরে এক মুসলিম যুবক নমাজ পড়ছে, এই ঘটনায় তুমুল বিতর্কের ঝড় উঠেছে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টিও।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তিরুপতি মন্দিরে নমাজ পড়ার মতো ঘটনার ছবি ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়ায়। ডেকান হেরোল্ডের এক প্রতিবেদন অনুযায়ী এই ব্যক্তি তিরুমালা কল্যাণ মন্ডপমের প্রাঙ্গণে পুরোহিত সংহম এলাকায় নমাজ পড়ছিলেন। ভাইরাল ভিডিওতে ওই ব্যক্তিকে একটি ফেজ টুপি পরে মাটিতে বসে নমাজ পড়তে দেখা গেছে।
ভিডিওটি সামনে আসতেই তৎপর হয়েছে মন্দির কর্তৃপক্ষ। হিন্দু ধর্মীয় স্থানে বসে কিভাবে ওই ব্যক্তির নমাজ পড়লেন তার তদন্ত শুরু হয়েছে।
জানাগেছে, ঐ ব্যক্তি পেশায় একজন গাড়ি চালক। তিনি হিন্দু তীর্থযাত্রীদের একটি দলের সঙ্গে তিরুমালা তিরুপতিতে গিয়েছিলেন। তীর্থযাত্রীরা গাড়ি থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার কিছুক্ষণ পর তিনি গাড়ি থেকে নেমে প্রায় দশ মিনিট ধরে নমাজ পড়েন ওই মন্দির চত্বরের ভেতরে। তার নমাজ পড়ার ভিডিও যিনি করেছেন তার কাছেই নাকি অনুমতি নিয়ে তিনি মন্দির চত্বরে নমাজ পড়েছেন। কে সেই ব্যক্তি তাও জানার চেষ্টা চলছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ঝড় উঠেছে। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতীয় জনতা পার্টি। মন্দির প্রাঙ্গণের পবিত্রতা রক্ষার দাবিতে সরব হয়েছে তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
এই ঘটনার পর মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় ধর্মীয় সংবেদনশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তিরুপতির মতো স্পর্শকাতর স্থানে কোনো অনুমতি ছাড়াই কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। মন্দির কর্তৃপক্ষের তরফে কোনো সরকারি বিবৃতি না দেওয়া হলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।