আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: পূর্ববাংলায় হিন্দুদের ওপর মুসলমান নির্যাতন নিরে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের পোস্টে ফের সাড়া পড়ল।
সোমবার সন্ধ্যায় তিনি লিখেছেন, “বাঙালি হিন্দুর উপর বাঙালি মুসলমান পূর্ববাংলায় যে বীভৎস্য নির্যাতন করেছে তার কোনো বদলা নেবার দরকার নেই। কিন্তু ভুলে যাওয়াটা আত্মঘাতী হবে। এই ভুলিয়ে দেবার প্রচেষ্টাটা চলছে বহু বছর, এবং যারা এর বলি তারাই এতে সামিল হয়েছে। তাদের ধারণা এটা ভুলে যাওয়াই উচিত, সেটাই প্রগতিবাদীর লক্ষণ। যেহেতু এটা সরাসরি অস্বীকার করা সম্ভব নয়, (তাও এক-আধজন চেষ্টা করেছে) সেইজন্য নানারকম ভুজুং-ভাজুং দিয়ে অপ্রাসঙ্গিক কথা টেনে এনে ভুলিয়ে দেবার চেষ্টা। এই চেষ্টায় X-handle ইদানীং এক মিয়া খুব সচেষ্ট দেখছি।
অগণিত হিন্দু মেয়ে ধর্ষিতা বা অপহৃতা হয়েছে। সম্পত্তি, বিশেষত ভূসম্পত্তি যা গেছে তার হিসাব করতে চেষ্টা করেছেন অধ্যাপক আবুল বারকাত। এর পরিমাণ আনুমানিক ২১,০০,০০০ একর, ৬৩,৫২,৫০০ বিঘা অথবা ৮৫০০ বর্গ কিলোমিটার। এই ভূ-সম্পত্তি শুধু বড় বড় জমিদারদের ছিল না, সাধারণ হিন্দু গৃহস্থদেরও ছিল। আনুমানিক ১.২ কোটি হিন্দু বিতাড়িত হয়েছে।
ইতিহাস যারা ভুলে যায় তাদের কপালে আছে সেই ইতিহাসের কবলে যন্ত্রনা পাওয়া।” অতি দ্রুত মন্তব্য, লাইক ও শেয়ার বেড়ে চলেজে এই পোস্টের।