থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ডাকাতি, বাধা দেওয়ায় খুন নৈশ প্রহরী

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৪ ফেব্রুয়ারি: ডাকাতিতে বাধা দেওয়ায় খুন হলেন এক নৈশ প্রহরী। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় বাজারের সোনাপট্টিতে। মৃতের নাম সহিদ আলি মোল্লা। ভাঙড় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

প্রতিদিনের মতন রবিবার রাতেও ভাঙড় বাজারে নৈশ প্রহরীর কাজ করছিলেন সহিদ। ভোররাতে একদল ডাকাত সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। সাটার ভাঙ্গার আওয়াজ পেয়ে সেখানে যাযন সহিদ। ডাকাতিতে বাধা দেন তিনি। ফলে ডাকাত দলের রোষের মুখে পড়তে হয় সহিদকে। তাকে ধরে দোকানের পিছনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয় বলে দাবি। পাশের একটি বাড়ির সদস্যরা দেখতে পেলে তাদেরকে শাসিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ গেলে ওই বাড়ির সদস্যরা বার হয়।

ঘটনাস্থল থেকে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় সৈয়দ আলী মোল্লাকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তারা মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু। ভাঙড় থানা সংলগ্ন ভাঙড় বাজারে ঘটনাটি এখানে পুলিশি নিরাপত্তায় ভরসা না করে ব্যবসায়ী সমিতি বাজারের নিরাপত্তা বজায় রাখার জন্য চারজন নৈশপ্রহরীকে দায়িত্ব দিয়েছিল। নামমাত্র রাতে দুজন সিভিক ভলেন্টিয়ার ডিউটি করতেন কিন্তু ব্যবসায়ীদের দাবি, গতকাল তাদের সেভাবে দেখা যায়নি। থানার পাশেই ঘটনা ঘটলেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভাঙড় বাজার ব্যবসায়ী সমিতি এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *