আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ নভেম্বর: আগামীকাল বিকেলে গঙ্গায় গিয়ে সূর্য দেব’কে অর্ঘ প্রদানের মধ্যে দিয়ে শুরু হবে ছট পুজোর মূল পর্ব। আর ছট পুজো যাতে সুষ্ঠু ভাবে ও সুন্দর ভাবে সম্পন্ন হয় তার জন্য তৎপর ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত গঙ্গা তীরবর্তী পৌরসভাগুলি। সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে বেশ কিছু নিয়ম নীতি।
গারুলিয়া পৌরসভার অন্তর্গত গঙ্গার ঘাটগুলি সেই মত সেজে উঠেছে কি না তা খতিয়ে দেখতে এদিন গারুলিয়ার গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করলেন গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস সহ পৌর সভার কাউন্সিলররা এবং ব্যারাকপুর কমিশনারেটের এসিপি জগদ্দল অভিষেক বলিয়ার, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ চন্দ্র সাঁধুখা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন ঘাটগুলি পরিদর্শনে গিয়ে দেখা গেল জোর কদমে চলছে অস্থায়ী ভাবে ঘাট মেরামতির কাজ।
এদিন পৌর প্রধান জানান, দর্শনার্থী ও পুজোতে অর্ঘ প্রদানকারী সকলের সুবিধার্থে সমস্ত গঙ্গার ঘাটে ওয়াচ টাওয়ার, অস্থায়ী বাথরুম থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।